রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩২:৫৮

বাংলাদেশে কোনো জঙ্গি উত্থানের আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে কোনো জঙ্গি উত্থানের আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাংলাদেশে জঙ্গি হামলার হুমকি রয়েছে বলে অস্ট্রেলিয়া সরকারের এমন হুঁশিয়ারিতে অজি ক্রিকেটাররা বাংলাদেশ সফর করেনি। অস্ট্রেলিয়ার এমন দাবীকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তাজনিত অনিশ্চয়তার অভিযোগ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন এমন কোনো পরিস্থিতি বা রাজনৈতিক অস্থিতিশীলতা নেই। নেই কোনো জঙ্গি উত্থানের আশঙ্কাও।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল সোমবার বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু এখানকার রাজনৈতিক অস্থিরতার কারণে খেলোয়াড়দের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে- এমন আশঙ্কায় বাংলাদেশ সফর বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে একটি নিরাপত্তা টিম ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ত্রাই অংশ হিসাবে আজ রোববার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই জন সদস্য ঢাকায় আসেন। এই টিমের রিপোর্টের ওপরই নির্ভর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বাংলাদেশ সফর।
২৭ সেপ্টম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন শিবলী

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে