রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৪:৫১

‘হত্যা-গ্রেপ্তার-নির্যাতন নিত্যদিনের রুটিন ওয়ার্ক’

‘হত্যা-গ্রেপ্তার-নির্যাতন নিত্যদিনের রুটিন ওয়ার্ক’

নিউজ ডেস্ক : হত্যা-গ্রেপ্তার-নির্যাতন নিত্যদিনের রুটিন ওয়ার্ক বলে এক বিবৃতিতে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।  

ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি মো. আবদুর রাজ্জাক হত্যার প্রতিবাদ জানিয়েছে বিএনপি।  অবিলম্বে রাজ্জাকের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

রোববার বিবৃতিতে ড. আসাদুজ্জামান রিপন বলেন, দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন।  যখন দেশের মানুষ পরিবার-পরিজনদের নিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছে তখনই সরকারদলীয় পেটুয়া বাহিনী বিএনপির নেতাকর্মীদের হত্যা, নির্যাতন থেকে বিরত না থেকে ঈদ উদযাপন করছে।

তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতন নিত্যদিনের রুটিন ওয়ার্কে পরিণত করেছে।  হত্যা, গ্রেপ্তার, নির্যাতন বন্ধ করে দেশে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান তিনি।

মরহুম আবদুর রাজ্জাকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির মুখপাত্র।

উল্লেখ্য, ঈদের দিন রাত ১২টার দিকে ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাককে চেয়ারম্যান বাজার এলাকায় ধরে নিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে নির্মমভাবে পেটায় স্থানীয় ছাত্রলীগ নেতারা।

পরে ইট দিয়ে তার পুরো শরীর  থেঁতলে দেয় তারা।  সেখান থেকে রাজ্জাককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে