রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৬:০৪:১০

‘তুরস্কে সেনা অভ্যুত্থান পুরোটাই আমেরিকার পরিকল্পনা ও নির্দেশনায়’

‘তুরস্কে সেনা অভ্যুত্থান পুরোটাই আমেরিকার পরিকল্পনা ও নির্দেশনায়’

নিউজ ডেস্ক : তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ। নিহতের সংখ্যা প্রায় দু’শো ছুঁয়েছে। যার মধ্যে সাধারণ নাগরিকও রয়েছেন। অভ্যুত্থানে জড়িত সন্দেহে আড়াই হাজারেরও বেশি সেনাকে আটকে করা হয়েছে। আপাতত প্রেসিডেন্ট এরদোগান সুরক্ষিত। কিন্তু প্রায় এক দশক ধরে দোর্দণ্ড প্রতাপে শাসন চালানোর পরে এরদোগানের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠল। এবং উঠল বেশ জোরালো ভাবেই।

তবে এই সেনা অভ্যুত্থানকে আমেরিকার পরিকল্পনা ও নির্দেশনায় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলা ম্যাগাজিন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মোর্তজা। শনিবার রাত ১১.৩০ মিনিটের দিকে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন।

সাংবাদিক মোর্তজা বলেন, “এরদোগান আমেরিকার পোষা প্রাণী। গত কিছুদিন সে একটু এদিক - সেদিক করছিল। আমেরিকার যা পছন্দ হয়নি। এরদোগানকে একটু শিক্ষা দেয়া প্রয়োজন ছিল। সেনা অভ্যূত্থান ঘটানো, জনগণকে রাস্তায় নামানো,অভ্যূত্থান ব্যার্থ করে দেয়া, এরদোগানকে নাকে খাত দেয়ানো, আবার ক্ষমতায় আনা -পুরোটাই হয়েছে আমেরিকার পরিকল্পনা এবং নির্দেশনায়।”

গোলাম মোর্তজা আরো লেখেন, “অভ্যূত্থান দেখে এদেশে যারা উৎফুল্ল হচ্ছিলেন, যারা মন খারাপ করেছিলেন -সবই অর্থহীন!”

১৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে