সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৯:০৯

চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর আশ্বাস

চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর আশ্বাস

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট জি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশ্চিত করেছেন যে, উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট আজ এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল কর্মসূচির ফাঁকে হোটেল ওয়ার্ল্ডফ অ্যাস্টোরিয়ায় এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন। এ সময় শেখ হাসিনা চট্টগ্রামে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তুলতে তাঁর সরকারের ৭৭৪ একর জমি বরাদ্দ দেয়ার কথা জানান জিনপিংকে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনীতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশকে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগিতার অংশীদার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁদের অন্যতম সেরা বন্ধু হিসেবে অভিহিত করেন।

জিনপিং দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তির কথা স্মরণ করে বলেন, ইতোমধ্যে দু’দেশের উচ্চ পর্যায়ের অনেক সফর বিনিময় হয়েছে এবং আগামীতে আরো সফরের ব্যবস্থা হবে। তিনি বলেন, বাণিজ্য, অর্থনীতি ও শিক্ষা খাতে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করা যেতে পারে। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে আরো পাটজাত পণ্য আমদানির আশ্বাস দেন।

চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার করিডোর নির্মাণে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে বলেন, এই উদ্যোগ এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। উভয় নেতা জাতিসংঘের বিভিন্ন সংস্থায় দু’দেশের আরো প্রতিনিধিত্বের ব্যাপারে একমত পোষণ করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে