রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ১১:০৬:৪১

১০ কোটি টাকায় আ.লীগের ১০ তলা ভবন

১০ কোটি টাকায় আ.লীগের ১০ তলা ভবন

ঢাকা : পুরাতন কার্যালয় ভেঙে আওয়ামী লীগের নতুন কার্যালয় নির্মাণ করা হচ্ছে।  গৃহায়ন ও গণর্পূত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, নতুন ভবনটি নির্মাণে ব্যয় হবে ১০ কোটি টাকা।  সময় লাগবে দেড় বছর।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নতুন ভবন নির্মাণের উদ্বোধনকালে রোববার তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ১০তলা এ ভবনের ৬-৭ তলা র্পযন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয় থাকবে।

এছাড়া কনফারেন্স হল, সেমিনার রুম, ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ থাকবে বলে জানান তিনি।
১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে