ঢাকা : সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আবারো সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে মতৈক্য গড়ে তুলতে জনগণকেও সংশ্লিষ্ট করার তাগিদ দেন তিনি।
সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তার সম্প্রতিক মঙ্গোলিয়া সফর সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বে ঐকমত্যের সৃষ্টি হয়েছে বলে জানান।
তিনি বলেন, যেহেতু জনগণই ক্ষমতার উৎস, সেহেতু জনগণকে এ কাজে সম্পৃক্ত করতে হবে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রধানমন্ত্রী এবারের মঙ্গোলিয়া সফর খুবই ফলপ্রসূ হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম