সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০৫:৫৩:৩৮

খালেদাকে হানিফের প্রস্তাব

খালেদাকে হানিফের প্রস্তাব

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের ডাকের সুযোগ নিয়ে ঐক্যের ধুয়ো তুলছেন বেগম খালেদা জিয়া বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।  ঘটা করে বৈঠকে না বসে খালেদা জিয়াকে পাল্টা প্রস্তাব দিয়েছেন তিনি।

১৮ জুলাই সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের গুলশানের ইয়ুথ ক্লাবে বর্ধিতসভায় এ প্রস্তাব দেন তিনি।

হানিফ বলেন, বেগম জিয়া যদি সত্যিকার অর্থে সন্ত্রাস ও জঙ্গি দমনে সরকারকে সহায়তা করতে চান, তাহলে আপনার দল ও জোটের মধ্যে যে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের তালিকা আছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তা তুলে দিন।  তাহলে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শতভাগ সফল হবে।

জঙ্গিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ দেশবাসীকে বিএনপি চেয়ারপাসন বিভক্ত করার ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেন তিনি।  

হানিফ বলেন, দেশবাসী আজ সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।  কিন্তু সেই ঐক্যবন্ধ জাতিকে বিভক্ত করার চক্রান্ত চলছে।

তিনি বলেন, সরকারের জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানে ভীত হয়েই দল ও জোটের সন্ত্রাসীদের রক্ষার করার জন্যই ঐক্যের কথা বলছেন খালেদা জিয়া।  এটা দেশবাসী বুঝে।  আমরা সন্ত্রাসী লালন-পালনকারীদের সাথে কোনো বৈঠক করতে চাই না।

হানিফ বলেন, বিএনপি-জামায়াতের কোনো ব্যক্তি আমাদের এ কমিটিতে যাতে ডুকতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।  তারা এ কমিটিতে ঢুকে যাতে সন্ত্রাসীদের রক্ষা করার সুযোগ না পায় সেই জন্য সতর্কতার সাথে কমিটি গঠন করতে হবে।
 
বর্ধিতসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল হক রানা প্রমুখ।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে