নিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশমহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। বিষয়টা প্রকাশ হতেই জন-সাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়। তবে বাংলাদেশে বড় ভূমিকম্পের আশঙ্কা কম বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তাই এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।
সোমবার জাতীয় সংসদে সাংসদ নূরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আমার জানামতে বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা কম। গত ২০০ বছরে এই অঞ্চলে সর্বোচ্চ ৮ মাত্রার ওপরে ভূমিকম্প হয়নি। রিখটার স্কেলে ৯-১০ মাত্রার ভূমিকম্প হলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।’
মন্ত্রী আরও বলেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনো বিশ্বে নেই। তবে বাংলাদেশে স্বাভাবিক ভূমিকম্প হলে তা মোকাবিলার সব প্রস্তুতি সরকারের রয়েছে।
১৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস