নিউজ ডেস্ক : লন্ডনে সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে এসেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার বিকেলে লন্ডনের স্থানীয় সময় প্রায় সাড়ে ৩টার দিকে ব্রিটিশ পার্লামেন্ট এলাকায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি।
পরে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্য বিএনপি সূত্র জানিয়েছে, লন্ডনে অবস্থানরত মির্জা ফখরুল রবিবার রাতের খাবারের পর কিছুটা অসুস্থবোধ করেন। তবে সোমবার সকালে তিনি সুস্থবোধ করার পর যুক্তরাজ্য বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যান।
সেখানে অতিথিদের সঙ্গে কফি পানের সময় হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান তিনি। চিকিৎসকরা ধারণা করছেন, সোমবারের প্রচণ্ড গরমে মির্জা ফখরুলের শরীর খারাপ হয়ে থাকতে পারে। সোমবার লন্ডনের তাপমাত্রা ছিলো ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
১৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস