সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৮:০২

শহীদ মিনারে মেডিকেল ভর্তিচ্ছুদের সমাবেশ

শহীদ মিনারে  মেডিকেল ভর্তিচ্ছুদের সমাবেশ

ঢাকা : মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে ভর্তিচ্ছুরা আজ সোমবারও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে।সকাল থেকে তারা সেখানে একত্রিত হতে শুরু করেছে।

কর্মসূচি পালনের নবম দিনে গতকাল রোববার এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে সোমবার সকাল থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবারের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

গত ১৮ সেপ্টেম্বর দেশজুড়ে একযোগে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। দেশের ১০টি জেলায় এ নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এদিকে, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

প্রশ্ন ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বৃহস্পতিবার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে রংপুর থেকে তিন চিকিৎসকসহ সাতজনকে আটক করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, একদিকে সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে চলেছে। অন্যদিকে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ব্যক্তিদের আটক করা হচ্ছে। প্রশ্ন ফাঁস যদি না হয়ে থাকে তাহলে গ্রেপ্তার কেন করা হচ্ছে- এমন প্রশ্ন তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
২৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে