নিউজ ডেস্ক : রাজধানীতে জঙ্গিবিরোধী অভিযানে খিলগাঁও থানা শিবিরের সভাপতি মোতাহের হোসেনসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে আবুল ফজল মো. রিয়াজুল নামে একটি বাড়ির মালিক রয়েছেন। বাসার ভাড়াটিয়াদের তথ্য লুকানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই বাছাই শেষে যারা দোষী না, তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
১৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম