মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০৩:৫১:৩৮

‘ফিরে আসুন, নইলে খুঁজে বের করে ব্যবস্থা’

‘ফিরে আসুন, নইলে খুঁজে বের করে ব্যবস্থা’

ঢাকা : জঙ্গি তৎপরতায় জঙ্গি হামলার পর যারা পরিবার থেকে নিখোঁজ রয়েছেন তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছে ডিএমপি।

স্বেচ্ছায় ফিরে না এলে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

১৯ জুলাই মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি জঙ্গি হামলাগুলোতে দেখা যাচ্ছে জড়িতরা পরিবার থেকে আগেই নিখোঁজ হন।  বিষয়টি গোচরে আসার পর নিখোঁজদের তালিকা তৈরি করা হচ্ছে।  কারা কী কারণে নিখোঁজ আছে সে বিষয়ে অনুসন্ধান করছে পুলিশ।

আবদুল বাতেন বলেন, যারা না জানিয়ে বিদেশ গেছেন, তারা ফিরে আসুন।  যারা দেশেই আছেন পরিবারের কাছে ফিরে যান।  স্বেচ্ছায় ফিরে না এলে প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
১৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে