ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন চারজন ও একটি টয়োটা এক্স ফিলডার গাড়িকেও চিহ্নিত করে একটি ভিডিও প্রকাশ করেছে র্যাব।
১৯ জুলাই মঙ্গলবার দুপুরের দিকে র্যাবের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। হলি আর্টিজান রেস্টুরেন্টের প্রবেশপথের পাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, সাদা শার্ট পরিহিত একজন, এরপর একটি সিলভার রঙের গাড়ি, এরপর কালো হাফ হাতা পরিহিত একজন, পরে সাদা হাফ হাতা শার্ট পরিহিত আরেকজন, সবশেষে সালোয়ার কামিজ পরা এক নারীকে একাধিকবার ঘোরাফেরা করার সময় চিহ্নিত করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে চিহ্নিতদের পরিচয় জানা থাকলে দ্রুত র্যাবের যেকোনো নিকটস্থ ব্যাটালিয়ন অথবা ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অথবা ০১৭৭৭-৭২০ ০৫০ নম্বরে ফোন করে জানাতে পারেন।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে।
সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে প্রাণ হারান ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খান।
পরদিন ২ জুলাই শনিবার সকালে নিরাপত্তাবাহিনী যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করে। ৬ জঙ্গির মৃতদেহ পাওয়া যায়।
১৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম