ঢাকা : মোবাইল সিম কার্ডের পুনঃনিবন্ধন শুরু হবে আগামী রোববার, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে রেজিস্ট্রেশন না করলে মোবাইল সিম বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করেন তাদের সিমও সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিম চালু রাখার ব্যাপারে।
তিনি বলেন, গ্রাহকরা কীভাবে সিম যাচাই বা পুনঃনিবন্ধন করবেন, সে ব্যাপারে রোববারই তা গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, ২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা ‘প্রি-একটিভ’ সিম (আগে থেকেই চালু) বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।কেউ নিবন্ধনহীন সিম ব্যবহার করলে প্রতিটি সিমের জন্য অপারেটরকে ৫০ ডলার করে জরিমানা করা হবে বলেো সিদ্ধান্ত হয়েছিল। তবে তা কার্যকর হয়নি বলেও জানান তিনি।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ