মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ১০:৩০:১৪

জাফরুল্লাহ জাতির কুলাঙ্গার সন্তান : শাজাহান খান

জাফরুল্লাহ জাতির কুলাঙ্গার সন্তান : শাজাহান খান

ঢাকা : গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে জাতির ‘কুলাঙ্গার সন্তান’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের জাতীয় নির্বাহী সভায় এমন মন্তব্য করেন তিনি।

শাজাহান খান বলেন, আমরা সব মুক্তিযোদ্ধাকে একত্রিত করে ‘মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চ’ গঠন করে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করি।  এরই মধ্যে জাতির কয়েকজন কুলাঙ্গার সন্তান একত্রিত হয়ে শহীদ মিনারে দাঁড়িয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে।  এদের মধ্যে একজন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, কিছুদিন আগে এই জাফরুল্লাহ শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন- একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামকে ক্ষমা চাইতে হবে।  মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করতে হবে। জাফরুল্লাহর এ পরামর্শ কোনো সৎ উদ্দেশ্যে নয়, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা সার্বভৌমত্মকে ধ্বংস করার পরামর্শ।  আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে তখন এগিয়ে এলে জাফরুল্লাহ লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিলেন।

শাজাহান খান বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছেন।  পাকিস্তানি গোয়েন্দা বাহিনী, আইএস ও মোসাদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন।  ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া ইবলিশের সাথেও হাত মিলাতে দ্বিধাবোধ করেন না।
 
সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ইসমত কবির গামা প্রমুখ।
১৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে