নিউজ ডেস্ক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মিডিয়া উইং থেকে সারা দেশে সাম্প্রতিক সময়ে নিখোঁজ ২৬২ জনের একটি তালিকা প্রকাশ করেছে।
র্যাবের অনলাইন মিডিয়া সেলের ফেইসবুক পাতায় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে নিখোঁজ ২৬২ জনের তালিকা প্রকাশ করা হয়।
তবে তাদের একজন পরিবারের কাছে ফিরে এসেছেন বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন।
তালিকায় থাকা ব্যাক্তিদের একটি বড় অংশ ঢাকার বাসিন্দা। নামের পাশাপাশি তালিকায় অনেকের ঠিকানা ও পাসপোর্ট নম্বর থাকলেও ছবি রয়েছে খুব স্বল্পসংখ্যক।
নিখোঁজ ব্যক্তিদের এই তালিকায় যারা রয়েছেন তাদের প্রায় সবাই ১৮ থেকে ৩৫ বছর বয়সী।
এদের বিষয়ে কোনো তথ্য পেলে র্যাবের নিকটতম ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।
অথবা একটি মোবাইল নম্বর ০১৭৭৭৭২০০৫০ দিয়ে তাতে যোগাযোগ করতে বলেছে র্যাব।
এছাড়া ফেইসবুকে www.facebook.com/rabonlinemediacell/ এবং [email protected] অ্যাড্রেসে মেইল করে তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।
২০ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস