সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৩:৫৭

রুদ্ধদ্বার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী-অসি নিরাপত্তা প্রধান

রুদ্ধদ্বার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী-অসি নিরাপত্তা প্রধান

ঢাকা : নিরাপত্তা ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে সচিবালয়ে তাদের এই বৈঠক শুরু হয়। সেখানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকক উপস্থিত আছেন। এছাড়া বৈঠকে সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির চার কর্মকর্তাও উপস্থিত রয়েছেন।

এর আগে রোববার অস্ট্রেলীয় হাইকমিশনে সফররত অস্ট্রেলীয় ক্রিকেট দলের নিরাপত্তা টিমের সদস্যরা বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শেষ মুহূর্তে প্রশ্ন তুলে সফর সাময়িক স্থগিত করেছে। তবে সিরিজের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল ঢাকায় এসে পৌঁছান।

গত শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলীয় সরকার তাদের টেস্ট দলকে বাংলাদেশ পাঠানোর আগে নিরাপত্তা ঝুঁকি নিয়ে বোর্ডকে সর্তক করেছে।

তারা জানায়, বাংলাদেশের জঙ্গি দলগুলো পর্যটকদের ওপর হামলা চালাতে পারে। এ আশঙ্কায় সফরের সময় পিছিয়ে দেবার ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে, তারা নিশ্চিত করে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার সময় শুধু পিছিয়ে যাচ্ছে, সফরটি বাতিল হয়নি।
২৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে