নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দেশে যদি এন্টি টেরিরিজম আইন (টাডা) করেন, এর জন্য দেশে ১০০ জন বিচারক দেন, দেখবেন জঙ্গি-টঙ্গি আর থাকবে না। দেশের মানুষের আইনের প্রতি শ্রদ্ধা আসবে।
মঙ্গলবার রাতে দশম জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশনে কার্য প্রণালী-বিধির ১৪৭ বিধি অনুযায়ী প্রস্তাবের (সাধারণ) উপর আলোচনায় প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রীর আলোচনার পর সুরঞ্জিত সেনগুপ্ত এ অভিমত প্রকাশ করেন।
জামায়াত শিবিরকে তিনি জঙ্গিবাদি, সন্ত্রাসী দল উল্লেখ করে তিনি বলেন, আমাদের যে আইন আছে সেটি বদল করে এন্টি টেররিস্ট আইনের আওতায় এদের বিচার করলে জঙ্গি নিশ্চিহ্ন হয়ে যাবে।
সুরঞ্জিত আরো বলেন, জঙ্গি হামলার বিষয়ে আমি অত গোপন তথ্য জানি না। আমি মনে করি এর মূলে রয়েছে জামায়াত নেতা মীর কাশেম আলী। তিনি শত শত কোটি টাকা ছড়িয়েছেন, সেসব টাকা যাবে কোথায়? তার কিছু একটা প্রতিফলন তো ঘটবেই।
সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যুতে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠে সংসদ। সেখানে আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় বেশ কয়েকজন এমপি।
২০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম