ঢাকা : জামিন পেয়েছেন ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হক কিউসি ও এবিএম সিদ্দিকুর রহমান খান।
দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, প্রেসিডেন্ট এম হারুনুর রশিদ ও পরিচালক দিদারুল আলমসহ ২২ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করে দুদক।
তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
২০জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম