বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১১:২৬

নিজামীর আপিলের পরবর্তী শুনানি ৩ নভেম্বর

নিজামীর আপিলের পরবর্তী শুনানি ৩ নভেম্বর

ঢাকা : মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিল শুনানি ৩ নভেম্বর পর্যন্ত মুলতবী করেছেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রাষ্ট্রপক্ষে আজ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

এরআগে বুধবার সকালে নিজামীর পক্ষে সময়ের আবেদন করলে তা খারিজ দেন আদালত। আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত অসুবিধার কারণে আবেদনটি করা হয়েছিল।

মামলার শুনানির জন্য মামলাটি লিস্টে এলেও নিজামীর পক্ষের কোনো আইনজীবীকে আদালতে উপস্থিত দেখা যায়নি। আসামিপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রীয় প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে এই মামলার আপিলের পেপার বুক পড়তে বলেন আদালত।

কিছু সময় পর নিজামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতে প্রবেশ করেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে নিজামীর পক্ষে ২০১৪ সালের ২৩ নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন তার আইনজীবীরা।

এ আপীলের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপীলে মোট ১৬৮টি যুক্তি দেখানো হয়েছে।

গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামি নিজামীকে মৃত্যুদণ্ড দেন।

রায়ে বলা হয়, নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে। ৪ অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। অপর ৪টি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বাকি ৮টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে