নিউজ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে, আটকদের সবার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ একদল নেতাকর্মী বিএনপি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ।
তারা আরো জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের রায় ঘোষণা উপলক্ষে ভোর থেকেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কড়া অবস্থান ছিল।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে এসব নেতাকর্মীদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি মোরশেদুল আলম।
২১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম