বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ১২:০০:৪২

দুর্নীতির মামলায় গণপূর্তমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতির মামলায় গণপূর্তমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক : সম্পদের তথ্য গোপন করার অভিযোগে এক মামলায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আগামী ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে শুনানি করেন- সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
২১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে