বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৩:৩৭:২৪

মসজিদে ইফার খুতবা চললে সরকার টিকবে না : কাদের সিদ্দিকী

 মসজিদে ইফার খুতবা চললে সরকার টিকবে না : কাদের সিদ্দিকী

ঢাকা : মসজিদগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের শেখানো খুতবা চললে সরকার টিকবে না, বাংলাদেশও থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তৃণমূলে গণতন্ত্রের প্রয়োজনিয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

কাদের সিদ্দিকী বলেন, মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া আর চলবে না।  ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কত বড় পণ্ডিত হয়েছেন যে, তার কথায় মসজিদে খুতবা পড়তে হবে।

তিনি বলেন, ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।  যারা বলে ইসলামের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক আছে, তাদের ইসলাম ও কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই।

কাদের সিদ্দিকী বলেন, দেশে প্রকৃত জাতীয় ঐক্য গড়ে ওঠেনি।  প্রকৃত জাতীয় ঐক্য না হলে ক্ষমতাসীনরাও মারা পড়বেন, দেশও শেষ হয়ে যাবে।

তিনি বলেন, কারণ বাংলাদেশের আকাশ-বাতাস, তরুলতা সবাই জাতীয় ঐক্য চায়।  দেশের এমন ক্রান্তিকালে জাতীয় ঐক্য না হলে দিন যত যাবে দেশ তত পিছিয়ে পড়বে।

এ সময় তিনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিচার দাবি করেন।  

কাদের সিদ্দিকী বলেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারকে আমি সমর্থন করি।  কিন্তু এর আগে হাসানুল হক ইনুকে মন্ত্রিসভা থেকে বের করে কারাগারে পাঠিয়ে দিন।  আজ মতিয়া চৌধুরী বড় বড় কথা বলেন।  আমরা কি তার অতীত ইতিহাস জানি না?

সভায় সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহিদুল্লাহ কায়সার প্রমুখ।
২১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে