বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৩:৫২:১৪

‘‌গুলশানে চলবে ৩০ এসি বাস, বিশেষ রিকশা ২০০’

‘‌গুলশানে চলবে ৩০ এসি বাস, বিশেষ রিকশা ২০০’

ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গিদের হাতে বিদেশিরা খুন হওয়ায় কূটনীতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  এরই পরিপ্রেক্ষিতে বিদেশিদের নিরাপত্তায় ৩০ এসি বাস এবং ২০০ বিশেষ রঙের রিকশা নামানো হচ্ছে।

এসব কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, গুলশানের ডিপ্লোমেটিক জোনে বিদেশিদের নিরাপত্তায় ‘পায়ে হেঁটে’ প্রবেশের সব রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে।  এজন্য এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসব এলাকা থেকে অবৈধ ও বেসরকারি সব প্রতিষ্ঠানও সরিয়ে ফেলা হবে বলে জানান তিনি। বলেন, এ এলাকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা হয়েছে।  তারা শিগগিরই অন্যত্র প্রতিষ্ঠান সরিয়ে নেবেন।

এর আগে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া  ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
২১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে