বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৪:০৬:২৭

এবার হজে গিয়ে যা করতে পারবেন না হাজীরা

এবার হজে গিয়ে যা করতে পারবেন না হাজীরা

ঢাকা : এবার যা করতে পারবেন না হজযাত্রীরা তাই জানালেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন।

সৌদি আরবে হজে গিয়ে অন্য কোনো মুসলিম দেশে যাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

২১ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে ধর্মমন্ত্রীর কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।  এ সময় ধর্মমন্ত্রী মতিউর রহমান উপস্থিত ছিলেন।


সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন বলেন, সৌদি আরব থেকে হাজিরা অন্য কোনো দেশে যেতে পারবেন না।  তারা সেখানে যাওয়ার পর থাকা-খাওয়াসহ সব কিছুই নির্ধারণ করবে এজেন্সি।  এর বাইরে কোথাও যেতে পারবেন না তারা।  হাজীদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে সৌদি সরকার।

পরিচয়পত্র ছাড়া এবার হজ ক্যাম্পে কেউ প্রবেশ করতেও পারবে না বলে জানান বজলুল হক হারুন।

হজে বিশৃঙ্খলাকারীদের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে মন্তব্য করে বজলুল হক হারুন বলেন, হজযাত্রীদের হয়রানি, অর্থ আত্মসাৎ, প্রশাসনকে বিভ্রান্ত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এদের মূল উদ্দেশ্য।  তাদের বিরুদ্ধে কাগজে-কলমেই ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সরকারি অব্যবহৃত প্রায় ৪ হাজার কোটা রয়েছে।  এরই মধ্যে মন্ত্রণালয় সেসব কোটা পরিবতর্নের জন্য সৌদি সরকারকে চিঠি দিয়েছে।  দু’একদিনের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
২১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে