শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৯:১৪:৪৪

৩০১৪৭টি সিম জব্দ: প্রতিমন্ত্রী

৩০১৪৭টি সিম জব্দ: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : গত এক বছরে অবৈধ ভিওআইপি বিরোধী ৩৩টি অভিযানে বিভিন্ন অপারেটরের ৩০,১৪৭টি সিম বা রিম জব্দ করা হয়েছে। এর মধ্যে টেলিটকের ১০ হাজার ৮০৫টি, গ্রামীণ ফোনের ৪ হাজার ৯৫৬টি, এয়ারটেলের ৬ হাজার ৩৬৩টি, রবি’র ৬ হাজার ৯২৪টি, বাংলালিংকের ১ হাজার ৯১টি, সিটিসেলের ৪টি এবং র‌্যাংকসটেলের ৪টি সিম বা রিম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিমের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গত ৬ বছরে অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দায়ের করা ও পুলিশ, র‌্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর দায়ের করা মামলাসমূহ বিশেষজ্ঞ মতামত বা তদন্ত প্রতিবেদন অনুমোদনের জন্য কমিশনে ২৪৭টি মামলা পাঠানো হয়েছে। এসব মামলার ৩৫৪ জন ব্যক্তি এবং ৯টি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে