নিউজ ডেস্ক : রাজধানীর পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেন।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পল্টন থানার ওসি মোর্শেদ আলমকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তবে তাকে কোথায় পদায়ন করা হবে, তা জানানো হয়নি। রামপুরা থানার ওসি রফিকুল ইসলামকে পল্টন থানার ওসি করা হয়েছে। মতিঝিল থানার পরিদর্শক প্রণয় কুমার সাহাকে রামপুরা থানার ওসি করা হয়েছে। নিউমার্কেট থানার ওসি ইয়াসির আরাফাতকে কলাবাগান থানায় এবং ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুল ইসলামকে নিউমার্কেট থানায় বদলি করা হয়েছে। নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমানকে বদলি করা হয়েছে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম