নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী নিহত ৬ জঙ্গির ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএনএ নমুনাগুলো এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করে। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী ৬ জঙ্গি সদস্য শক্তিবর্ধক কোনো ওষুধ গ্রহণ করেছে কি না―তা পরীক্ষার জন্য রক্ত ও চুলের নমুনা চায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে এ নমুনা চায় তারা। এরই পরিপ্রেক্ষিতে সিএমএইচে হিমাগার রক্ষিত ৬ জঙ্গির লাশ থেকে রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় ১৭ বিদেশি ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ওই ৬ জঙ্গি নিহত হয়।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম