শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ১০:১৫:৪৬

‘নিখোঁজ’ ছানাউল্লাহ বাড়ি ফিরেছেন ৭ মাস আগেই!

‘নিখোঁজ’ ছানাউল্লাহ বাড়ি ফিরেছেন ৭ মাস আগেই!

নিউজ ডেস্ক : র‌্যাবের প্রকাশিত নিখোঁজ ব্যক্তিদের তালিকার ৫৩ নম্বরে নাম রয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চিলারচর এলাকার ছানাউল্লাহর। জানুয়ারি মাসে ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে তিনি প্রায় দুদিন নিখোঁজ ছিলেন।

গত ৫ জানুয়ারি রমনা থানায় তার পরিবার জিডি করে। এর একদিন পর তিনি বাড়িতে ফিরে আসেন। তারপরও তার নাম রয়েছে র‌্যাবের নিখোঁজ তালিকায়।

প্রাপ্ত তথ্য মতে, ২০০৮ সালে চাকরি করতে ছানাউল্লাহ সৌদিতে যান। ২০১২ সালে সৌদি থেকে ফিরে এসে মগবাজারের নয়াটোলা এলাকার একটি অ্যাপাটমেন্টের নিচে স্টেশনারি দোকান দেন। বছর তিনেক আগে তিনি বিয়ে করেছেন।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর র‌্যাব ২৬২ জন নিখোঁজের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকার ৫৩ নম্বরে ছানাউল্লাহ (২৪) নাম রয়েছে। যেখানে তার বাবার নাম মাওলানা তাজুল। বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে ১৭ মধুবাগ, রমনা ঢাকা।

ছানাউল্লাহ জানান, ইতিমধ্যেই রমনা থানা থেকে লোকজন এসে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে গেছে।

তিনি বলেন, ‘ঘটনাটি ঘটেছিল সম্ভবত ৪ জানুয়ারি। সেদিন রাত সাড়ে ৯টার দিকে বিকাশ করতে যাচ্ছিলাম। এ সময় একটি নোয়া গাড়ি এসে আমার গতিরোধ করে ছোট একটি কাগজে লেখা ঠিকানাটির খোঁজ জানতে চায় গাড়িতে থাকা একজন লোক। আমি কাগজটি হাতে নিয়ে তা পড়ার সময় স্প্রে করে। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার একটি রাস্তার পাশে পড়ে আছি। এরপর দেখলাম আমার সঙ্গে থাকা মোবাইল, টাকা-পয়সা কিছুই নেই। পরে আমি লোকজনের কাছে জিজ্ঞেস করে ঢাকায় ফিরে আসি।

তিনি বলেন, বাসায় ফেরার পর জানতে পারি, আমার খোঁজ না পেয়ে রমনা থানায় একটি জিডি করা হয়েছে। এরপর আর ওই জিডি তুলে নেওয়া হয়নি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, হাজীগঞ্জে কেউ নিখোঁজ আছেন, এমন কোনও তথ্য পুলিশের কাছে নেই। তবে এ সম্পর্কে আমরা খোঁজ-খবর নেব। -বাংলা ট্রিবিউন
২৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে