সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৭:৫৭

শিক্ষার্থীর ফুল নিলেন না পুলিশ অফিসার

শিক্ষার্থীর ফুল নিলেন না পুলিশ অফিসার

ঢাকা : আন্দোলনে প্রায়ই পুলিশকে ফুল দিতে দেখা গেছে।  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভ্যাটবিরোধী আন্দোলনের সময় পুলিশকে ফুল দিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়েছিলেন।  

এসব খবর গণমাধ্যমে ফলাও করে প্রচারও হয়।  সংঘাত নয় শান্তিপূর্ণ আন্দোলনের প্রতীক হিসেবে পুলিশকে ফুল উপহার দেয়া হয়।  ফূলকে কে না ভালোবাসে।  কিন্তু মেডিক্যালে ভর্তি বঞ্চিত এক শিক্ষার্থীর ফুল ফিরিয়ে দিয়েছেন এক পুলিশ অফিসার।

অবশ্য এবার ঈদে গাড়িচালকদের ফুল দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে মানিকগঞ্জ পুলিশ।  কিন্তু আজ মেডিক্যালে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীদের ফুল ফিরিয়ে দিয়ে হতাশ করেছে পুলিশ।  

ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে।  মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদী অবস্থান শেষে পুলিশকে শুভেচ্ছাস্বরূপ ফুল দিতে যায়।  কিন্তু পুলিশ সে ফুল গ্রহণ করেনি।

এতে অভিভাবকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।  তারা বলছেন, পুলিশ ফুলটা নিতে পারতো।  

এর আগে মেডিক্যাল ভর্তিচ্ছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে শাহবাগের উদ্দেশ্যে মৌন মিছিল নিয়ে আসে। শাহবাগ চৌরাস্তার মোড় দখল করে অবস্থান নিতে গেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশর (ডিএমপি) রমনা জোনের এসি (পেট্রোল) ইমানুল হকের নেতৃত্বে একদল পুলিশ তাদের বাধা দেয়।

এসময় শিক্ষার্থীদের সঙ্গে মৃদু ধস্তাধস্তি হয়।  পুলিশি বাধা পেয়ে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ জাদুঘরের সামনের রাস্তার মাঝখানের লেনে অবস্থান নেয়।  

বেলা ১টা ১০ মিনিটের দিকে অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় পুলিশ সদস্যদের প্রতি আন্দোলনে সংহতির আহবান জানানো হয়।  এসময় শিক্ষার্থীরা হাতে হাতে ফুল নিয়ে দাঁড়ান রমনা জোনের এসি পেট্রোল ইমানুল হকের সামনে।  

সরাসরি ফুল নিতে অপরাগতা প্রকাশ করেন তিনি।  শিক্ষার্থীরা অনেক চেষ্টা করেও তাকে এবং তার টিমের কোনো পুলিশ সদস্যকে ফুল দিতে পারেননি।
২৮, সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে