ঢাকা : হাইকোর্টের দেয়া তারেক রহমানের সাজার প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি বানচাল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের বাড়িতে জঙ্গিদের মতো হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েসংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্ট সাজা দেয়ার প্রতিবাদে আজ শনিবার ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগর ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে।
রিজভী বলেন, তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি বানচাল করতে সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ২২ জুলাই রাত থেকে দলের নেতাকর্মীদের বাড়িতে জঙ্গিদের মতো হামলা চালাচ্ছে। হামলা চালিয়ে বাড়ি-ঘরে লুটতরাজ, ভাঙচুর এবং ধরপাকড়ের এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান, দেশের শান্তি ও স্থিতি, জঙ্গিদের সহিংস দানবীয় কর্মকাণ্ড দমন এবং মৃত্যুভয়ে সন্ত্রস্ত জনগণকে নিরাপত্তা বিধান সরকারের মুখ্য লক্ষ্য নয়। সরকার বিদ্যমান জঙ্গি তৎপরতা টিকিয়ে রেখে দেশবাসীকে নিস্তার দিতে ইচ্ছুক নয়। কারণ, এ পরিস্থিতি একটি অবৈধ সরকারের জন্য পরমপ্রাপ্তি।
রিজভী বলেন, সরকার মনে করে, এ পরিস্থিতি বজায় থাকলেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহমান থাকবে। জঙ্গিবাদ টিকে থাকলে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে যেতে পারলে অবৈধ সরকারের জন্য লাভজনক।
তিনি বলেন, তাই জঙ্গি দমনে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ কখনো ছিল না এবং তারা নিজেদের ব্যর্থতাও কখনো স্বীকার করেনি। এ কারণে উগ্রবাদিরা আরো বলশালী হয়েছে এবং শিকড় আরো গভীরে গেছে।
রিজভী বলেন, সরকারের সব অপকৌশল অকার্যকর হয়ে জঙ্গি পরিস্থিতির দরুণ দেশে-বিদেশে সরকারের ব্যর্থতার অভিযোগ আরো তীব্র হয়ে উঠেছে। দেশ-বিদেশের মানুষ মনে করে যে, বাংলাদেশের সরকার ও সরকার প্রধানের কোনো বক্তব্যেরই তল-অতল পাওয়া ভার।
তিনি বলেন, উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী নিয়ে সরকারের রহস্যজনক আচরণে মানুষের মনে তীব্র সন্দেহ এবং প্রশ্ন জন্ম নিয়েছে। সেটিকে ঢেকে দিতেই তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে অর্থ পাচারের মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে এ সাজা দেয়া সরকারের অন্ধহিংসার বহিঃপ্রকাশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনীর হোসেন, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম