ঢাকা : গ্রামের বাড়িতে যেতে রাজি না হওয়ায় কবরে যেতে হলো সখিনাকে। পারিবারিক কলহের জেরে রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর হাতে স্ত্রী খুন হন সখিনা। তার লাশ এখন লাশঘরে রাখা হয়েছে।
শনিবার বিকেলে খিলগাঁওয়ের চৌধুরীপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম সখিনা বেগম (৩৬)। তিনি মালিবাগের একটি গার্মেন্টে কাজ করতেন।
নিহতের ভাই মো. জসীম জানান, বছরখানেক আগে সখিনা ওষুধ কোম্পানির গাড়িচালক মো. হাবিবকে (৪৫) বিয়ে করেন। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। উভয়েরই আগের পক্ষের সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।
তিনি জানান, আগের পক্ষে মেয়ে রুবিনাকে (১৬) বিয়ে দেয়ার জন্য সখিনা টাকা জমিয়েছিলেন। সম্প্রতি সেই জমানো টাকা থেকে ৫০ হাজার টাকা হাবিব নিয়ে নেন। এরপর সখিনাকে গ্রামের বাড়িতে ফিরে যেতে বলেন হাবিব। এ নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
জসীম জানান, এর জেরে সখিনা আজ বিকেলে হাবিবের কর্মস্থলে যান। সেখানে হাতাহাতির একপর্যায়ে সখিনাকে বেধড়ক মারধর করেন হাবিব। অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া সখিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিবারের অভিযোগ, স্বামী তাকে পিটিয়ে হত্যা করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম