ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেকে প্রতিবন্ধী ঘোষণা দেয়ায় মন্ত্রিপরিষদ থেকে তাকে অব্যাহতি নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসী হামলা বন্ধসহ ১০ দফা দাবিতে এক মানবন্ধনে এ আহ্বান জানানো হয়।
আওয়ামী ওলামা লীগের সভাপতি মোহাম্মদ আখতার হোসাইন বোখারী বলেন, অর্থমন্ত্রী নিজেকে প্রতিবন্ধী বলেন, তার নিজেরই অব্যাহতি নেয়া উচিত।
তিনি বলেন, কৃষকের ওপর কর আরোপ করে এবং আখচাষ বন্ধ করে তার এ কথার সত্যতার প্রমাণ মিলেছে। আমরা আন্দোলনের মাধ্যমে তা রুখে দেব।
পাটের মতো চিনি শিল্পকেও ঘুরে দাঁড়াতে সাহায্য করব বলে জানান তিনি।
আখতার হোসাইন বলেন, মোসাদের সঙ্গে জড়িত উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী ও গয়েশ্বরের মতো হিন্দু ধর্মাবলম্বীরা জামায়াতের সঙ্গে আঁতাত করে এ দেশে আইএস সৃষ্টির ষড়যন্ত্র করছে। আর বলছে, বর্তমান সরকাররের আমলে বেশি হিন্দু নিপীড়নের শিকার হচ্ছেন। এটা নিছক অপপ্রচার মাত্র।
তিনি বলেন, আমি বলবো হিন্দুরা নির্যাতনের শিকার হয়নি বরং বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছেন।
আখতার হোসাইন বলেন, সন্ত্রাসবাদ দমনে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে। সন্ত্রাসী ও জঙ্গি দমনে সহযোগিতার নামে এদেশে অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনী পাঠানোর অপচেষ্টা হলে তা রুখে দেব। এ দেশে আইএস তৈরি আমেরিকার ষড়যন্ত্র।
ঈদের ছুটি ৯ দিন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় মানববন্ধন থেকে। পাশাপাশি পবিত্র ঈদ-উল আজহায় এ ধরনের ছুটি অব্যাহত রাখার দাবিও জানানো হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমখ।
২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম