শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০৯:৪৯:১৮

তিন আন্তর্জাতিক বিমানবন্দরে কুকুর দিয়ে তল্লাশি

তিন আন্তর্জাতিক বিমানবন্দরে কুকুর দিয়ে তল্লাশি

নিউজ ডেস্ক : সন্ত্রাসবিরোধী অপারেশন ‘আইরিন’-এর শেষদিনে শনিবার তিন আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

 
ঢাকা হযরত শাহজালাল ( রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী লাইঞ্জে এ তল্লাশি অভিযান চালানো হয়।

র‌্যাব ও বিজিবি’র যৌথ উদ্যোগে ডগ স্কোয়াডের সহায়তায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে দিনব্যাপী এ অভিযান চলানো হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডিজি ড. মঈনুখ খান গণমাধ্যমকে জানান, চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৬টা থেকে ‘আইরিন’-এর বিশেষ অভিযান শুরু হয়েছে।  এ দুটি বিমানবন্দরের যাত্রী লাউঞ্জে লাগেজ অত্যন্ত সতর্কতার সাথে র‌্যাব, বিজিবি ও শুল্ক গোয়েন্দারা ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি অভিযান চালায়।

শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান শুরু করা হয়। এর আগে তিনটি বিমানবন্দর ছাড়াও স্থলবন্দরে সন্ত্রাসবিরোধী অপারেশন ‘আইরিন’ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিস ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (রাইলো এপি)-এর উদ্যোগে এশিয়া প্যাসিফিক অঞ্জলের ৩৩টি দেশে এ অভিযান চলে আসছে।

হালকা অস্ত্র, বিষ্ফোরক ও মাদকের চোরাচালান প্রতিরোধে বিভিন্ন দেশে এ অভিযান চলে।
২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে