সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৭:৫৩:২৯

ফেসবুকে পেলেন হারিয়ে যাওয়া মায়াবী ছেলেকে, কিন্তু বাধা সীমান্ত

  ফেসবুকে পেলেন হারিয়ে যাওয়া মায়াবী ছেলেকে, কিন্তু বাধা সীমান্ত

ঢাকা : সাদা শার্ট পরা ৯ বছরের একটি ছেলের ছবি। মায়াবী বিষণ্ন চেহারা।  ছেলেটির বিষণ্ন থাকার কারণও রয়েছে।  ছবির ওপরে ‘শেয়ার করুন’ আবেদন জানিয়ে লেখা আছে, ‘এই বাচ্চাটি গঙ্গানগর থানায় আছে, আজ প্রায় ৪৬ দিন।’

অনেক দিন ধরেই ছবিটি ফেসবুকে শেয়ার হচ্ছিল। ফেসবুকে সেই ছবি দেখে আনন্দে ভেসে গেলেন মো. মিন্টু।  প্রায় তিন বছর ধরে হন্যে হয়ে হারিয়ে যাওয়া ছেলে রাব্বিকে খুঁজছিলেন তিনি।

ফেসবুকের এই ছবিটি যে তার হারিয়ে যাওয়া সেই ছেলের! ছেলেকে পেতে আকুল মিন্টু।  কিন্তু বাধা সীমান্ত।  তাই ভারতের গঙ্গানগর থেকে ছেলেকে ফিরিয়ে আনতে আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনে মো. মিন্টু লিখেছেন, তার স্থায়ী ঠিকানা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালি গ্রামে।  বাবার নাম হরমুজ আলী সিকদার।  

কাজের সূত্রে মিন্টু এখন থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার দক্ষিণ রসুলপুরে।  সেখান থেকেই ২০১৩ সালের ২৭ মে বেলা তিনটার দিকে তার ছেলে হারিয়ে যায়।

ওই সময় রাব্বির বয়স ছিল ৬ বছর।  অনেক খোঁজাখুঁজির পরও ছেলেকে না পেয়ে ২৯ মে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফতুল্লা মডেল থানায়।  পুলিশও গত তিন বছরে রাব্বির কোনো হদিস দিতে পারেনি।

ফেসবুকে ছেলের সন্ধান পেয়ে দেশে ফিরিয়ে আনতে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করছেন মিন্টু। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন তিনি।

তিনি বলেন, ১৭ জুলাই তার এক আত্মীয় ফেসবুকে ক্যাপশন দেয়া ছবি দেখতে পেয়ে ছুটে আসেন।   তিনি নিশ্চিত হন, এটাই তারই হারানো বুকের মানিক।  

মিন্টু বলেন, ছেলেকে পাওয়ার জন্য অনেক ছোটাছুটি করছি।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি।  আজ জানতে পেরেছি, মন্ত্রণালয় প্রয়োজনীয় কাগজপত্র পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠিয়েছে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালামাল পরিবহনকারী কাভার্ড ভ্যানের চালক হিসেবে কাজ করেন।  রাব্বি তার দ্বিতীয় সন্তান।

আবেগাপ্লুত কণ্ঠে মিন্টু বলেন, ছেলেটাকে দেখার জন্য অস্থির হয়ে আছি।  স্ত্রী শিউলি সারাক্ষণ কান্নাকাটি করছে।  প্রতিদিন বাড়ি ফিরে গেলে জিজ্ঞাসা করে, কবে ছেলেকে দেশে ফিরিয়ে আনা যাবে।

মিন্টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনের সঙ্গে ফেসবুকে থাকা রাব্বির ছবি ও তার কাছে থাকা পুরনো ছবি যুক্ত করে দিয়েছেন।  তিনি জানিয়েছেন, দুটি ছবি মিলিয়ে দেখে পুলিশও নিশ্চিত হয়েছে এটা রাব্বিই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভারত থেকে রাব্বিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।  এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরিসহ কিছু পদক্ষেপ নিতে হবে।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে