বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ০৬:৩৪:৩৯

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব কার্যালয় বন্ধ

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব কার্যালয় বন্ধ

ঢাকা : বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।  বুধবার তাদের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিসে এ ঘোষণা দেয়া হয়েছে।

নোটিসে বলা হয়েছে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সব অফিস সাময়িকভাবে বন্ধ থাকবে।  তবে ই-মেইল, লাইভ চ্যাট এবং ফেসবুকের মাধ্যমে অফিস টাইমে গ্রাহকসেবা চালু থাকবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরের জাহাজি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।  ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ।  মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান শুরু হয়।  

 সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে আহত এক জঙ্গিকে আটক করা হয়।  একজন পালিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত এবং দুজন আটকের পরদিনই এমন ঘোষণা দিল যুক্তরাজ্যের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে