মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা : ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি মতিয়ার রহমানের মৃত্যুর খবর টেলিভিশনে দেখে তার বাবা নাছির উদ্দিন সরদার জ্ঞান হারান। এখন পর্যন্ত তিনি অসুস্থ। তার চিকিৎসা চলছে বলে জানান ফারুক নামে তাদের এক আত্মীয়। এদিকে মতিয়ারের মা খাইরুন্নেছা বর্তমানে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে অবস্থান করছেন।
অনুসন্ধানে জানা গেছে, মতিয়ারের বাবা নাছির উদ্দিন তার মামার বাড়ি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউয়িনের ভাদিয়ালি গ্রামে ছিলেন। বুধবার সন্ধ্যায় সেখানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছেলের মৃত্যুর খবর দেখে জ্ঞান হারান।
ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ধানদিয়া ইউনিয়নের ওমরপুর নতুন গাঁ এলাকার বাসিন্দা নাছির উদ্দিন। মতিয়ার রহমান নাসিরউদ্দীনের প্রথম স্ত্রী খায়রুন্নেসার গর্ভে জন্ম নেয়। চার বছর বয়সের সময় মতিয়ারের মা খায়রুন্নেসাকে তালাক দেন নাসিরউদ্দীন। সেই থেকে তার মা নানার বাড়ি ধান্দিয়ায় ছিলেন। এদিকে মতিয়ার ওমরপুরে বাবার বাড়িতে বেড়ে উঠতে থাকে। এরই মধ্যে মতিয়ারের মা জীবিকার সন্ধানে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন।
গত বছর চারেক আগে মতিয়ারের মা খায়রুন্নেসা গার্মেন্টেসের চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে এসে অন্যের জমিতে কাজ করতে শুরু করেন। তবে মতিয়ার বাড়িতে না থেকে এসময় ঢাকায় খালা রাবেয়া খাতুনের বাসায় এসে থাকতেন। এরপর থেকে তার বাড়ির সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না। বছর দুয়েক আগে সে একবার বাড়ি এসেছিল। মাত্র দুইদিন থেকেই সে আবার ঢাকায় চলে যায়।
মতিয়ারের খালা রাবেয়া খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। ঢাকায় মতিয়ার কী করতো সে খবর রাখতেন না তার মা খাইরুন্নেছাও। এদিকে গৃহকর্মীর কাজ নিয়ে দুই মাস আগে তিনি সৌদি আরবে চলে যান। এখনও তিনি সেখানেই আছেন।
এলাকাবাসির বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আরও জানান, মতিয়ার ছাত্র হিসেবে মেধাবী ছিল না। তার পরিবারও কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নয়। পরিবারটি বেশ অসচ্ছলও। উত্তরাধিকার সূত্রে পাওয়া ষোল শতক বসত বাড়ি ছাড়া তাদের আর কোনও সহায়-সম্পত্তি নেই। জাল টেনে মাছ ধরেই মূলত সংসার চলে তার বাবার। তাছাড়া তার বাবার একাধিক স্ত্রী আছে। অন্য দুই সৎ মায়ের ঘরেও একটি করে সন্তান রয়েছে।
এদিকে ফারুক নামে তাদের এক আত্মীয় জানান, নাছির উদ্দিন সরদার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে টেলিভিশনের সংবাদ দেখে নিশ্চিত হয়েছেন, কল্যাণপুরে নিহত জঙ্গিদের মধ্যে তার ছেলে রয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আমি খুলনায় আছি, পাটকেলঘাটা থানার একটি টিম মতিয়াররের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। ফিরে আসলে আপনাদের বিস্তারিত জানাবো। -বাংলা ট্রিবিউন
২৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম