বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৫:০৯:৩০

সানজিদার মৃত্যুতে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে রিট

সানজিদার মৃত্যুতে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে রিট

ঢাকা : রাজধানীতে স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু সানজিদা মারা যাওয়ার ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করা হয়েছে।

ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন  সুপ্রিমকোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া।
 
রিটে সানজিদার পরিবারকে ২০ লাখ টাকার ক্ষতিপূরণের নির্দেশনা দেয়া হয়েছে।  বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে আগামী সপ্তাহে এ শুনানি অনুষ্ঠিত হবে।

রিট আবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
 
গত ১৩ জুলাই মহাখালী পয়:নিষ্কাশন (স্যুয়ারেজ) পড়ে মারা যায় শিশু সানজিদা।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে