ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেতনের সঙ্গে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার রাজধানীর ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার বেলা দুইটার দিকে রামপুরা ব্রিজের পাশে অবস্থান নেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের ব্যাপক লাটিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে এক শিক্ষকসহ ১০ শিক্ষার্থী আহত হন।
পরে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নেয়। বর্তমানে পুলিশ শিক্ষার্থীদের ঘিরে রেখেছে। তারা বেষ্টনির মধ্যে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, বাজেটে সরকার টিউশন ফি’র ওপর ১০ শতাংশ ভ্যাট নির্ধারণ করেছিল। পরে আড়াই শতাংশ কমিয়ে ৭.৫ শতাংশ করে। এই ব্যয়ভার শিক্ষার্থীদের জন্য বহন করা কঠিন।
তারা জানান, এজন্য বুধবার তারা ভ্যাট প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর লাটিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
শিক্ষার্থদের ওপর হামলার কথা অস্বীকার করে গুলশান জোনের উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বলেন, ভ্যাট বাতিলের দাবিতে রামপুরা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এজন্য তাদের সরিয়ে দেয়া হয়েছে। তাদের ওপর কোনো লাটিচার্জ, টিয়ারশেল ছোড়া হয়নি।
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম