ঢাকা : চার বাম দল ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চা চক্রের আমন্ত্রণ জানালে চিন্তা-ভাবনা করে তা গ্রহণ করবো। বৃহস্পতিবার বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলাপকালে গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন তারা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চা চক্রের এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাইনি। চা চক্রে কী ধরনের বিষযবস্তু নিয়ে আলোচনায় আগ্রহী তাও জানা নেই।
তিনি বলেন, দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে গোটা জাতি ধর্মীয় জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। পরস্পর দোষারোপের রাজনীতি ও রাজনৈতিক ফায়দা লাভের কোনো প্রচেষ্টা যেন জনগণের ঐক্যে ফাটল ধরাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাসদ ও সিপিবি ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি দেশের সর্বস্তরে পালন করা হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগে চা চক্রের আমন্ত্রণ জানাক, তারপর বলবো চা চক্রে যাব কি-না। আগাম কিছু বলবো না।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যের ব্যাপারে প্রধানমন্ত্রী বা বেগম খালেদা জিয়াসহ যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য কথা বলতে চাই। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্যই কথা বলবো। আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছি এবং এ ব্যাপারে কাজ করছি।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, দেশের বর্তমান জাতীয় সংকট ও বিপর্যয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ যে কেউ চা চক্রের আমন্ত্রণ জানালে দলের জাতীয় কমিটি যে সিদ্ধান্ত দেবে, আমরা তাই করবো।
কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চা চক্রের আমন্ত্রণ জানালে সার্বিক বিষয় নিয়ে বসে চিন্তা-ভাবনা করবো, যাব কি-না আগাম বলতে পারব না।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বেগম খালেদা জিয়া কবে কখন চা চক্রের আমন্ত্রণ জানাবেন কিছুই তো জানি না। তিনি আমন্ত্রণ জানালে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
২৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম