নিউজ ডেস্ক : জঙ্গিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপারেশন শুরু করেছেন উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আশা করি অচিরেই জঙ্গিরা বাংলাদেশ থেকে নির্মূল হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও মহিলা আইনজীবী পরিষদের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে। যারা (বিএনপি) জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে শুধু তারা এই ঐক্যে নেই।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
৩০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম