রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৪:৫০:০১

নোয়াখালীর সেই বিশ্বখ্যাত ছবি ভারতের বলে চালিয়ে দিয়েছে আসাম!‌

নোয়াখালীর সেই বিশ্বখ্যাত ছবি ভারতের বলে চালিয়ে দিয়েছে আসাম!‌

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামের বন্যা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে গিয়ে গুরুতর এক কেলেঙ্কারি ঘটিয়েছে আসামের রাজ্য সরকার। সেই রিপোর্টে একটি ছবি রয়েছে, যেটি বাংলাদেশের নোয়াখালির বন্যার ছবি। মোট ৯টি ছবি দিয়ে রিপোর্ট তৈরি করেছে আসামের সোনোয়ালের সরকার।

২০১৪ সালে বাংলাদেশের চিত্রগ্রাহক হাসিবুল ওয়াহাবের তোলা একটি ছবিও রয়েছে সেই রিপোর্টে। ছবিতে দেখা যাচ্ছে, প্রায় চোখের উচ্চতার জমা পানি এড়িয়ে বেলাল নামের একটি ছেলে একটি শিশু হরিণকে বাঁচিয়ে নিয়ে চলেছে। নোয়াখালীর এই বিখ্যাত ছবিকেই আসামের বলে চালিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন।

যদিও ঘটনা সামনে আসার পরেই সরকারের পক্ষ থেকে ভুল স্বীকার করা হয়েছে। সরকার পক্ষের মত, সচিব স্তরের কোনও অফিসার এই ছবি পাঠিয়ে দিয়েছেন, কারণ আপাতদৃষ্টিতে এটিকে অনেকটা কাজিরাঙা অভয়ারণ্যের মতো দেখতে লাগছে।‌
৩১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে