মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪২:৩৯

সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ইইউ’র

সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ইইউ’র

ঢাকা : ঢাকায় নেদারল্যান্ডভিত্তিক এনজিও আইসিসিও’র নিযুক্ত ইতালির ত্রাণকর্মী সিজার তাভেল্লার বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন  বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াউডন। তিনি বিহ্বলতা প্রকাশ করে সিজারের পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সমবেদনা প্রকাশ করেছেন।

সিজার তাভেল্লা বাংলাদেশে এসেছিলেন হতদরিদ্রদের সাহায্য করতে, যা তার এ হত্যাকাণ্ডকে আরও বেশি লোমহর্ষক করে তুলেছে। এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মায়াউডন। তিনি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সত্বর এ বর্বরোচিত হামলার ঘটনায় তদন্ত করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে আহ্বান জানিয়েছেন।
২৯সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে