সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০১:২৩:৫০

গুলশান কার্যালয় ছাড়লেন রিজভী

 গুলশান কার্যালয় ছাড়লেন রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ আজ সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে গুলশানের কার্যালয় থেকে বের হয়েছেন। চেয়ারপারসনের কার্যালয় সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, হরতালে নাশকতার মামলায় সোমবার তার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অবস্থান করছিলেন।

শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের পর বাইরে সাদা পোশাকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কার্যালয় থেকে আর বের হননি তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলশান কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন রুহুল কবীর রিজভী। জানা গেছে, হরতালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মামলায় পল্লবী থানা পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২৫ জুলাই মহানগর বিশেষ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এই পরোয়ানা জারি করেন। ২০১৫ সালের ২৭ জানুয়ারি হরতাল চলাকালে পল্লবী এলাকায় হাতবোমা ও পেট্রলবোমা ছুড়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলাটি করেছিল থানা পুলিশ।

মামলায় আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল।
১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে