ঢাকা : এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ১৮ আগস্ট পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।
সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি সার-সংক্ষেপ পাঠানোর পর রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রে ১৮ আগস্ট ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস