মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ১০:১৯:৪৯

শাজনীন হত্যার রায়, একজনের ফাঁসি, ৪ জনকে খালাস

শাজনীন হত্যার রায়, একজনের ফাঁসি, ৪ জনকে খালাস

নিউজ ডেস্ক : ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমানের মেয়ে শাজনীন হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে গৃহকর্মী শহীদুল ইসলাম শহীদের ফাঁসি বহাল রাখা হয়েছে। এছাড়াও, বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাচঁজনের মধ্যে বাকি চারজনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া আসামিরা হলেন, লতিফুর রহমানের বাড়ির কাজের ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসান, গৃহকর্মী হাসানের সহকারী বাদল এবং গৃহকর্মী দুই বোন এস্তেমা খাতুন মিনু ও পারভীন।

গত ১১  মে এ ঘটনায় ফাঁসির আদেশ পাওয়া পাঁচ আসামির আপিলের শুনানি শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছিলেন (সিএভি) আপিল বিভাগ।  

আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম  ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

বাদীপক্ষে ছিলেন সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল  ইসলাম চৌধুরী, এ এম আমিনউদ্দিন, এ এস এম আবদুল মোবিন ও সরোয়ার আহমেদ।
০২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে