ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার চরিত্র হননের চেষ্টা করেছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। গতকাল শোকাবহ আগস্টে রক্তদান কর্মসূচিতে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, জিয়াউর রহমান কেবল হত্যার ষড়যন্ত্রই করেনি, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মৃত মানুষের চরিত্র হননেরও চেষ্টা করেছেন।
প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের নিন্দা জানানোর ভাষা নেই। কারণ শেখ মুজিবুর রহমান নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতারাই ক্ষমতায় বসেছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সংসদই বহাল ছিল, কিন্তু তখন শেখ হাসিনা দেশে আসতে পারেননি। শহীদ জিয়ার আগ্রহ ও সম্মতিতেই ১৯৮১ সালে দেশে ফিরেন তিনি। তাকে তার পরিবারের বাড়িঘর ও সম্পত্তি বুঝিয়ে দেয়া হয়েছিল।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান কোনোদিন শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোনো অশালীন কিংবা আক্রমণাত্মক বক্তব্য দেননি। কিন্তু শেখ হাসিনা ও তার দলের নেতারা ক্রমাগত মিথ্যা, বানোয়াট অভিযোগ করে জিয়াউর রহমানের চরিত্র হননের ব্যর্থ চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতি, জঙ্গি ইস্যুতে বিএনপিকে জড়িয়ে সরকারি দলের নেতাদের বক্তব্য, দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযানসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নজরুল ইসলাম খান।
জঙ্গিদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা আছে, জঙ্গিদের হত্যা করায় বিএনপি মায়াকান্না করছে সরকারি দলের নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে নিন্দা জানান তিনি।
তিনি বলেন, বিএনপি বরাবরই বলে আসছে- জঙ্গিদের গ্রেপ্তার করে জঙ্গিবাদের উৎস বের করা হোক। জঙ্গিদের হত্যা করার ফলে তাদের শিকড় সন্ধান করা দুরহ হয়ে পড়বে এটাই স্বাভাবিক।
নজরুল ইসলাম খান বলেন, শুধু বিএনপি নয়, দেশবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে জঙ্গি নির্মূলে সরকারের আন্তরিকতা নেই। যদি থাকতো তাহলে উগ্রবাদের নাটের গুরুদের হদিস বের করতে সচেষ্ট হত।
বিএনপি নয় ক্ষমতাসীনদের কৌশলে উগ্রবাদীদের নির্বিঘ্নে তাদের অপতৎপরতা চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, নিষ্ঠুর ও বর্বর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীকে নির্মূল এবং তাদের বিষদাঁত ভাঙতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ পদক্ষেপ জরুরি। এ কাজটি সরকারকেই করতে হবে।
এ পরিস্থিতি উত্তরণে বেগম খালেদা জিয়ার আহ্বানে গণপ্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই বলেও দাবি নজরুল ইসলাম খানের। দেশের বিভিন্ন স্থানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, এখন পর্যন্ত বানভাসী মানুষের অর্বণনীয় দুর্দশা লাঘবে সরকারের পক্ষ থেকে তেমন কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। এটা শুধু দুর্ভাগ্যজনক নয়, নিন্দনীয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, আমরা মনে করি প্রশাসন, পুলিশ দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। এজন্য গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে চাই। এজন্য কাজ করছি।
সংবাদ সম্মেলনে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম