ঢাকা : ম্যানহোলে পড়ে নিহত শিশু জুনায়েদ সাব্বির ও সানজিদার পরিবারকে কেন ২০ লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ডিসিসি দক্ষিণ ও উত্তরের মেয়রদ্বয়, পুলিশের মহাপরিদর্শক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ ২ আগস্ট মঙ্গলবার এ আদেশ দেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ম্যানহোল ও সুয়ারেজ লাইনের ঢাকনা ১৫ দিনের মধ্যে সঠিকভাবে প্রতিস্থাপনের নির্দেশও দেন হাইকোর্ট।
আদালত উভয় সিটি কর্পোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষকে আদালতের আদেশ প্রতিপালন সংক্রান্ত রিপোর্টসহ আগামী ১০ অক্টোবর ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
একলাছ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমরা আদালতে বলেছি, গত ২২ জুলাই মিরপুর কমার্স কলেজ সংলগ্ন সুয়ারেজ লাইনে পড়ে শিশু জুনায়েদ সাব্বির এবং ১৫ জুলাই মহাখালীর বাসটার্মিনালের পেছনে সুয়ারেজ লাইনে পড়ে শিশু সানজিদার মৃত্যু হয়।
ঢাকা শহরের অধিকাংশ ম্যানহোল ও সুয়ারেজ লাইন অরক্ষিত থাকায় বহু পথচারী আহত হয়। আদালত আমাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ এ আদেশ দেন।
২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম