বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ১১:২২:৩৭

মওদুদের বাড়ি নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মওদুদের বাড়ি নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়। রায়ে ৩০ দিনের মধ্যে মওদুদ আহমেদকে রিভিউ আবেদন করতে বলা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার মওদুদ আহমেদ বাড়িটির অবৈধ দখলদার বলে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

ওই রায় ঘোষণার পর ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, ‘এটা সরকারের বাড়ি নয়। আমাদের ক্রয়কৃত সম্পত্তি। আমরা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবো’।

এর আগে ২০১০ সালের ১২ আগস্ট ওই বাড়িটি মনজুর আহমদের নামে নামজারি করার জন্য হাইকোর্ট রায় দেন। রাজউক এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে ২০১১ সালের ০৩ ফেব্রুয়ারি। ২০১৪ সালের ০৯ মার্চ আপিল বিভাগ রাজউককে আপিলের অনুমতি দেন। এরপর চলতি বছর এ মামলার শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন।
০৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে