নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন ৪০১ জন হজযাত্রী। বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।
হজযাত্রীদের ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক’ ধ্বনিতে মুখরিত হয় ঢাকার বিমানবন্দর এলাকা।
নির্ধারিত সময়ে নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম ও সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।
এরপর পর্যায়ক্রমে একই দিনে হজফ্লাইট বিজি-৩০১১ দুপুর ২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৫০১১ বিকেল ৫টায় ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।
বাংলাদেশ থেকে প্রায় ১ লক্ষ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ৫ হাজার ২শ' জন। অবশিষ্ট ৯৯ হাজার ৫৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। এ বছর বিমানে যাবেন মোট ৫১ হাজার হজযাত্রী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২শ' জন।
এর আগে গতকাল বিমানবন্দর এলাকার কাছে আশকোনাস্থ হজক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম